২৮ এপ্রিল শুরু হবে করোনাথন- ১৯ যুদ্ধ

১৬ এপ্রিল, ২০২০ ১৫:৪৭  
ঘরে লকডাউন অবস্থায় প্রযুক্তির মাধ্যমে করোনার মহামারি ঠেকানোর উপায় উদ্ভাবনের প্রতিযোগিতার আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আগামী ২৮-৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে এই করোনাথন-১৯ যুদ্ধে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অনলাইনেই অংশ নিতে পারবেন হ্যাকাথনে। রোবটিক, কৃত্রিমবুদ্ধি, ইন্টারনেট অব থিংকস এবং বিগডেটার ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্য, খাদ্য, চিকিৎসা, পুষ্টি ও শিক্ষাসহ বিভিন্ন সেবার সমাধানে এই যুদ্ধে আর্থিক ও ল্যাব সুবিধা দেবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। বিজয়ীদের পুরস্কার হিসেবে দেয়া হবে ২৫ হাজার ইউএস ডলার। বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার ঘোষণা দেয়া হয়। কেএম হাসান রিপনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপ সিইও মোহাম্মাদ নুরুজ্জামান, অধ্যাপক ড. আবু জাফর নাসির উল্লাহ এবং ড. শেখ মোহাম্মাদ আল্লাইয়ার।